সুষ্ঠু নির্বাচন হলে তাবিথ বিপুল ভোটে জিতবে: বিএনপি মহাসচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: বার্তা২৪.কম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: বার্তা২৪.কম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ নিয়ে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবে।

তিনি বলেন, এই নির্বাচনকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) সকালে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭নং ওয়ার্ডের মিরপুর ৬নং সেকশন এফ ব্লকের বাইতুল মোশাররফ জামে মসজিদের সামনে থেকে তিনি গণসংযোগে অংশ নেন।

নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন অযোগ্য। তারা কখনোই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি। নির্বাচনের তারিখ নিয়ে তারা যে বিতর্ক সৃষ্টি করেছিল তার মাধ্যমে প্রমাণ হয় তারা অযোগ্য।

তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জনগণকে একত্রিত করে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে। আমরা মনে করি তাবিথ আউয়াল ধানের শীষ নিয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ।