গণমাধ্যমে মামলা ভুলভাবে প্রচার, দাবি ইশরাকের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেয়র প্রার্থী ইশরাক হোসেন/ছবি: বার্তা২৪.কম

মেয়র প্রার্থী ইশরাক হোসেন/ছবি: বার্তা২৪.কম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মামলার বিষয়ে গণমাধ্যমে ভুলভাবে প্রচারিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে আমার মামলার খবরটি পরিবেশন করা হচ্ছে। উদাহরণ হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টিভির কথা বলতে পারি। বলা হচ্ছে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ইংলিশে টিকার যাচ্ছে 'indicted in corruption case'.

তিনি বলেন, সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয়া হয়েছিল, আমি দেশের বাইরে থাকার সময় তার উত্তর না দেয়ার জন্য মামলা হয়েছে। এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। আশা করি সকল গণমাধ্যম এই বিষয়ে একটু সতর্কভাবে সংবাদটি পরিবেশন করবে‌।

উল্লেখ্য ২০১০ সাল থেকে এনবিআরের ট্যাক্স দিয়ে আসছি আমি। তাদের কাছে আমার সম্পদের বিবরণী রয়েছে। নির্বাচন কমিশনে দুইটি ইলেকশনের আগে আমার সম্পদের বিবরণী দাখিল করতে হয়েছে। এটি রাজনৈতিক হয়রানিমূলক ছাড়া আর অন্য কিছুই নয়।

আরও পড়ুন-দুর্নীতি মামলায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের বিচার শুরু