‘আমরা সিটি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে ধরেছি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: বার্তা২৪.কম

স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: বার্তা২৪.কম

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে ধরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। তাই আমরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যাব। আমরা এই নির্বাচনকে আন্দোলনের একটা অংশ হিসেবে ধরে নিয়েছি।’

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা কবির মুরাদের স্মরণে ‘নাগরিক স্মরণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের সবার এগিয়ে আসতে হবে। এই সরকার মুক্তিযুদ্ধ ও সংবিধানকে ধ্বংস করেছে। দেশকে একদলীয় করেছে এবং দেশ আজ পরিবারতন্ত্র হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শুধু রাজনৈতিক কারণে থার্ডক্লাস লোক এনে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে।’

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বেগম জিয়া সম্পূর্ণ নির্দোষ। মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। আমাদের দুর্ভাগ্য এখনো আমরা তাকে মুক্ত করতে পারিনি। এরা (আওয়ামী লীগ) বলে তারেক রহমান দুর্নীতিবাজ, কিন্তু দুর্নীতির একটি প্রমাণও তারা করতে পারেনি। সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। আন্দোলন করে দেশকে বাঁচাতে হবে।’

নাগরিক স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম সলিমুল্লাহসহ দলের নেতাকর্মীরা।