উত্তরে তাবিথ ও দক্ষিণে ইশরাক বিএনপির প্রার্থী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইশরাক ও তাবিথ

ইশরাক ও তাবিথ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়ছে। ঢাকা উত্তরের মেয়র পদে তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিএনপির মেয়র প্রার্থীদের সমর্থন দেবে ২০ দল

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে মোট তিনজন মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। উত্তরের জন্য মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন তাবিথ আউয়াল ও ড. আসাদুজ্জামান রিপন। আর দক্ষিণের জন্য মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

বিএনপির চূডান্ত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেয়র প্রার্থী চূড়ান্ত করতে শনিবার বিকেল সাড়ে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন বিএনপির মনোনয়ন বোর্ড। সাক্ষাৎকার শেষে ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।