বিকেলে মনোনয়ন পত্র জমা দেবেন তাবিথ-ইশরাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তাবিথ-ইশরাক, ছবি: সংগৃহীত

তাবিথ-ইশরাক, ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দক্ষিণের মেয়র পদ প্রত্যাশী প্রকৌশলী ইশরাক হোসেন ও উত্তরের মেয়র পদ প্রত্যাশী তাবিথ আউয়াল মনোনয়ন পত্র জমা দেবেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা মনোনয়ন জমা দিতে যাবেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান বার্তা২৪.কমকে বলেন, ইশরাক জুমার নামাজ আদায় শেষে জুরাইন গোরস্তানে তার বাবার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। অন্যদিকে তাবিথ আউয়াল গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করে নয়াপল্টনে আসবেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তোলেন তাবিথ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র তোলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।