সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পত্র বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে বিএনপির মনোনয়ন পত্র নিচ্ছেন এক নেতা, ছবি: বার্তা২৪.কম

সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে বিএনপির মনোনয়ন পত্র নিচ্ছেন এক নেতা, ছবি: বার্তা২৪.কম

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কাউন্সিলর পদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি।

বুধ (২৫ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীদের যথা সময়ে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয় থেকে (ভাসানী ভবন) দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিতে অনুরোধ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক বার্তা২৪.কমকে জানান, বুধবার সকাল থেকে উত্তর সিটিতে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। সকাল ১০ থেকে সাড়ে ১২টা পর্যন্ত মোট ২৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে তিনজন এবং বাকি ২০ জন কাউন্সিলর পদের মনোনয়ন পত্র নিয়েছেন।