‘ইতিহাস ও ঐতিহ্য অব্যাহত রাখবে আ'লীগ’

  আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০১৯
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত আছেন জি এম কাদের, ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগের সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত আছেন জি এম কাদের, ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও তাদের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

আমন্ত্রিত অতিথি হিসেবে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) শীর্ষস্থানীয় সাত নেতা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল পৌনে তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে তারা যোগ দেন।

এ সময় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বার্তা২৪.কমকে বলেন, ‘আওয়ামী লীগ অধিকার আদায়ের সংগ্রামে সবসময় অগ্রগামী ছিল। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আওয়ামী লীগ সবসময় ভূমিকা রেখেছে। আশা করছি ভবিষ্যতেও আওয়ামী লীগ তাদের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস বজায় রাখবে।’

তিনি বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আমাদের গণতান্ত্রিক চর্চা এগিয়ে চলছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে আশা করি।'

জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বার্তা২৪.কমকে বলেন, ‘আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি দল। রাজপথে জনগণের অধিকার আদায়ে তাদের অনেক ভূমিকা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বে যারা রয়েছেন তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি। তাদের আজকের সম্মেলনকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছি। তারা কোনো ভালো কাজ করলে আমরা তাদের অভিনন্দন জানাবো। আবার তাদের নেতাকর্মীরা খারাপ কিছু করলেও সংসদে আমরা তার প্রতিবাদ করব। রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করে আমরা কোনো অরাজকতা সৃষ্টি করতে চাই না। আমরা সংসদেই প্রতিবাদ জানাবো।’

দলটির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সম্মেলনে আগত প্রতিনিধি দলের সদস্যরা হলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি ও মুজিবুল হক চুন্নু।