জাতীয় ঐক্য ছাড়া আন্দোলন হবে না: রব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা

জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা

জাতীয় ঐক্য ছাড়া আন্দোলন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, একা একা আন্দোলন করে কিছু হবে না। জাতীয় ঐক্য ছাড়া যেমন মুক্তিযুদ্ধ হয় নাই, তেমনি জাতীয় ঐক্য ছাড়া স্বৈরাচার সরকারের পতন হবে না, সার্বভৌমত্ব-স্বাধীনতা রক্ষা করতে পারব না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েসনে আয়োজিত এক আলোজনা সভায় এসব কথা বলেন আব্দুর রব।

তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি, চোরাকারবারি, ব্যাংক ডাকাতি, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা, স্বাধীনতা বিক্রি করে দেওয়াসহ কিচ্ছু বাকি রাখেনি এই সরকার।

বিজ্ঞাপন

সব দল মিলে জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার দাবি তুলে রব বলেন, দেশের মানুষ আজ জনগণের সরকার চায়। জাতীয় ঐক্যের সরকার চায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন—গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, বিকল্পধারার সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।