প্রমাণ হলো আ'লীগের সবাই দুর্নীতি করছে: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল সহ দলের নেতাকর্মীরা, ছবি: সুমন শেখ

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল সহ দলের নেতাকর্মীরা, ছবি: সুমন শেখ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করায় এটা প্রমাণ হয়ে গেছে যে, তাদের (আওয়ামী লীগ) দল দুর্নীতি করছে। সবাই মিলে দুর্নীতি করছে। এটাতো রিকগনেশন অব করাপশন।'

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 'আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস' উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এটাই প্রমাণ করেছে, দেশে কী হারে দুর্নীতি, চাঁদাবাজি চলছে। এটাতে শুধুমাত্র প্রকাশ পেয়েছে যে, এটাতে একটি সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জড়িত। ফলে বহিষ্কার করতে হয়েছে। এরকম সারাদেশে অনেক চলছে।'

মির্জা ফখরুল বলেন, 'এটা প্রমাণ করে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে। এটা হচ্ছে স্বীকৃতি, রিকগনেশন। এটা প্রমাণ হয়ে গেছে যে, তারা দুর্নীতি করছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই সরকার উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করে ফেলেছে, তারা এসবকে ধ্বংস করেছে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।'

ছাত্রদলের কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, 'আইন দিয়েতো রাজনীতি হয় না। এটা নজিরবিহীন ঘটনা। যে একটা রাজনৈতিক দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আদালত। সরকারের উদ্যোগেই এটা হচ্ছে, তারাই করাচ্ছে। এতে প্রমাণিত যে, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, বিরোধী দলে বিশ্বাস করে না। এটাই বাস্তবতা।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।