বাজেটে জনস্বার্থ উপেক্ষা করা হয়েছে: ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত ২০১৯-২০ প্রস্তাবিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ড. কামাল হোসেন/ছবি:বার্তা২৪.কম

জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত ২০১৯-২০ প্রস্তাবিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ড. কামাল হোসেন/ছবি:বার্তা২৪.কম

বাজেটে জনগণের স্বার্থ বিবেচনা না করে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. কামাল হোসেন।

তিনি বলেন, জনগণ দেশের ক্ষমতার মালিক। বাজেট এজন্য গুরুত্বপূর্ণ যে, এর মাধ্যমে সরকারের কাজের ব্যাপারে জনগণ মূল্যায়ন করতে পারে। সরকার দেশের অর্থনীতিকে সঠিকভাবে পরিচালিত করছে কিনা?

বিজ্ঞাপন

শনিবার (১৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত ২০১৯-২০ প্রস্তাবিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, দেশের মালিকের ভূমিকা থাকতে হলে দেশের আয়-ব্যয় সম্পর্কে জানা উচিত। যাতে জনগণ সত্যিকার অর্থে দেশের মালিকের ভূমিকা পালন করতে পারে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ব্যাপারে জানার পর জনগণ সক্রিয়ভাবে সংগঠিত হবেন, সোচ্চার হবেন এবং সরকার পরিবর্তনের জন্য যা কিছু প্রয়োজন তাই করবেন।

কামাল হোসেন বলেন, আমরা এই বাজেটকে সম্পূর্ণরুপে প্রত্যাখান করছি।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বাজেট প্রত্যাখ্যান করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণফোরাম বাজেট প্রত্যাখ্যান করেছে। বিএনপি আলাদাভাবে বাজেট প্রত্যাখ্যান করেছে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।