সৌদি প্রতিনিধিদলকে বিএনপির শুভেচ্ছা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত সৌদি আরবের প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির দলের পক্ষে প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে নওশাদ জমির বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের প্রবর্তক। তিনি সৌদি আরবে বাংলাদেশি শ্রমশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়ার সময় প্রথম সৌদি আরব সফর করেন। এটা ছিল উভয় দেশের মধ্যকার ভালো সম্পর্কের ফল।’

তিনি বলেন, ‘বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর রেমিট্যান্স ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আমরা কৃতজ্ঞতা।’

নওশাদ বলেন, ‘জিয়াউর রহমানের পর উভয় দেশের সম্পর্ক আরও নিবিড় ও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সময়ে। সেই সময় সৌদি জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি বাংলাদেশে অসংখ্য প্রকল্পে বিনিয়োগ করেছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশে যে জিডিপি প্রবৃদ্ধি ছিল তা অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা, সৌদির বাণিজ্যিক প্রতিনিধিদল বাংলাদেশে সফর ও তাদের বিনিয়োগ আমাদের দেশে অব্যাহত রাখবে।’

বিবৃতিতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান নওশাদ জমির।