সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দলীয় জোটের যুদ্ধ এখনো চলছে: ইনু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দলীয় জোটের যুদ্ধ এখনো চলছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-এর (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে রাজাকার ও তার মিত্ররা নির্বাচিত সরকারের ওপর যাতে হামলা না করতে পারে সেজন্য ১৪ দলীয় জোটের দরকার রয়েছে। আর তাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দলীয় জোটের যুদ্ধ এখনো চলমান রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ ডিসেম্বর) রাত আটটায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ায় ১৪ দলীয় জোটের পথসভায় তিনি একথা বলেন।

জাসদ সভাপতি বলেন, যেহেতু নির্বাচন নিয়ে বিতর্ক আছে, বর্জন করলে জনগণ থাকবে কি থাকবে না, সন্ত্রাসী কার্যক্রম হবে কি হবে না? সেসব প্রশ্নের জবাবের জন্য কারচুপিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি।

বিজ্ঞাপন

নির্বাচন বিরোধী কথা বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অস্বাভাবিক সরকারের পক্ষে ওকালতি করছে উল্লেখ করে টিআইবিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দুর্নীতির খোঁজখবর রাখুন, রাজনীতিতে নাক গলাবেন না। সাংবিধানিক ধারা অক্ষুন্ন রাখার জন্য নির্বাচন যথাসময়ে করার বিকল্প নেই।

পথসভায় আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কাস পার্টিসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।