রাজধানীতে জামায়াতের লিফলেট বিলি
নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিলি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের নেতা-কর্মীরা।
এতে নেতৃত্ব দেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
গণসংযোগকালে সমবেত জনতার উদ্দেশ্যে আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে আগামী ৭ জানুয়ারি আরেকটি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। যাতে এদেশের প্রতিনিধিত্বশীল কোনো রাজনৈতিক দল অংশ গ্রহণ করেনি। নিজেদের মামু-খালুদের দিয়ে আয়োজিত এ প্রহসনের নির্বাচন আমরা বর্জন করবো।
আওয়ামী লীগের সাজানো ও পাতানো নির্বাচনের বিরুদ্ধে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে আসার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান আতাউর রহমান।