মারা গেছেন বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া

আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া

মারা গেছেন বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় ইউনাইটেড হাসপাতালে ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

এর আগে, বাসায় বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মরহুমের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়ার মৃত্যুর খবর পেয়ে তাত্ক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান এবং পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।