২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মহান বিজয়ের মাসে টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

তিনি জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। বিকালে বঙ্গবন্ধু কনভেনশন সেটারে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয় দিবস নিয়ে ১৭ ডিসেম্বরের আলোচনা সভাতেও সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। ১৮ তারিখ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট থেকে ৩২ নম্বর পর্যন্ত বিজয় র‍্যালি হবে।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। তারপর জনসভায় অংশ নেবেন, সেটিই হবে তার প্রথম নির্বাচনী জনসভা।