এবার হরতালের ডাক দিল জামায়াত
নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ উল্লেখ করে নীল-নকশার তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার (১৯ নভেম্বর) ও সোমবার ( ২০ নভেম্বর) দুইদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম সই করা এক বিবৃতিতে তিনি বলেন, ১৫ নভেম্বর সন্ধ্যায় বিরোধীদল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
তিনি আরও বলেন, আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের গণতন্ত্র হত্যার ফরমায়েশি তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করছি।
এর আগে গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইদিনের (রোববার ও সোমবার) হরতাল কর্মসূচি ঘোষণা করে।