তফসিলকে স্বাগত জানিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে গণতন্ত্রী পার্টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল গণতন্ত্রী পার্টি। পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, 'আমরা নির্বাচনমুখী দল। সাংবিধানিক ধারায় নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এজন্য সাংবিধানিক ধারায় গণতন্ত্রের বিকাশের জন্য তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে দলীয়ভাবে আমরা প্রস্তুত। আমরা বিশ্বাস করি, সকলের অংশগ্রণে একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা আরও সুদৃঢ় হবে।'
পার্টির ৭৯, কাকরাইল (মায়াকানন) ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে এক সাক্ষাতকারে তিনি বার্তা২৪.কম'কে বলেন, 'নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনও পন্থা গণতন্ত্রে নেই। নিজেকে গণতান্ত্রিক দাবি করলে নির্বাচনে আসতেই হবে। চোরাগোপ্তা হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন হয় না। এতে জনসমর্থন থাকে না এবং রাজনৈতিকভাবেও সফল হওয়া যায় না। ফলে সব দলের উচিত নির্বাচনে যোগ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা।'
ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, 'নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গণতন্ত্রের উৎসবে পরিণত করতে গণতন্ত্রী পার্টি কাজ করছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সভা চলছে এবং আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী বাছাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তফসিল ঘোষণার পরপরই আমরা পূর্ণ শক্তিতে ভোটের মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করেছি। চমরা অচিরেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই ও জনসংযোগ শুরু করবো।'
'আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি জোটবদ্ধভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও উন্নয়নমুখী বাংলাদেশের জন্য রাজনৈতিকভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার', বলেন তিনি।
আসন্ন নির্বাচনে জোটের কাছে ৩০টি আসন দাবি করবে বলে গণতন্ত্রী পার্টির সূত্রে জানা গেছে। তবে পার্টির পক্ষে কয়েকটি আসনে নির্বাচন করার জোরালো প্রস্তুতি রয়েছে। যার মধ্যে রয়েছেন পার্টির প্রতিষ্ঠাতা সৈয়দ আলতাফ হোসেনের তনয়া সৈয়দা আফসানা আলতাফ শিল্পী (কুষ্টিয়া), পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার (কাপাসিয়া, গাজিপুর), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর), গুলজার আহমেদ (সুনামগঞ্জ), গাজী এনায়েতুর রহমান (বাজিতপুর-নিকলি)।
উল্লেখ্য, দলীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী বার্ধক্যজনিত কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে গণতন্ত্রী পার্টির সূত্রে জানা গেছে।