অবরোধের ডাক দিল জামায়াত
চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণার পর এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীও অবরোধের ঘোষণা দিল। দলটি আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া, গত কয়েকদিনে কর্মসূচি পালনকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দলটির পক্ষ থেকে শুক্রবার (১০ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
বিবৃতিতে তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে জালিম সরকার গত ১৫ বছর যাবৎ নাগরিকদের ওপর জবরদস্তিমূলক কুশাসন চালাচ্ছে। সরকারের অবিচার-অনাচারে দেশ ছেয়ে গেছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। দেশে স্বৈরতন্ত্র ও জুলুমতন্ত্র চালু করা হয়েছে। নাগরিকদের ভোটাধিকার ও মিটিং-মিছিলসহ সব সাংবিধানিক মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘জনগণ যাতে প্রয়োজনীয় কাজ সারতে পারে সেজন্য দুই দিনের বিরতি দিয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী রোববার ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি। গত কয়েক দিনে কর্মসূচি পালনকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আগামী শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) সারাদেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।