লন্ডন ফিরে গেলেন খালেদা জিয়ার নাতনি জাফিয়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৬ দিন দেশে থাকার পর লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার নাতনি ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে লন্ডনের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বার্তা২৪.কম-কে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, শনিবার সকাল ৬টার দিকে খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজা থেকে শাহজালাল বিমানবন্দরে উদ্দেশে রওনা করেন আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। সকাল ৭টার দিকে লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গত ৬ ফেব্রুয়ারি দেশে আসেন জাফিয়া রহমান।

এর আগে ৮১ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

খালেদা জিয়া হাসপাতালে থাকা অবস্থায় প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। এসময় শাশুড়িকে দেখতে নিয়মিত হাসপাতালে যেতেন শর্মিলা।