‘হাসপাতালে ঝুঁকি থাকায় খালেদা জিয়াকে বাসায় আনা হয়েছে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী।

শনিবার (১৯ জুন) রাতে খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় পৌঁছানোর পরে বাসার সামনে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়া বারবার সংক্রমণ হচ্ছিলেন এবং আমরা খুব সহজেই নির্ণয় করতে পেরেছি এই জীবাণু কোত্থেকে এসেছে। হাসপাতাল উনার জন্য এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ। উনি স্থিতিশীল অবস্থায় আছে তাই ওনাকে বাসায় আনা হয়েছে। ২/৩ সপ্তাহ পরে উনাকে আবার নিয়মিত কিছু পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া লাগতে পারে। খালেদা জিয়ার লিভার সংক্রান্ত জটিলতা রয়েছে তার চিকিৎসা বাংলাদেশে নেই উল্লেখ করেন তিনি।

এফ এম সিদ্দিকী বলেন, তিনি বাসায় চিকিৎসকদের নজরদারিতে থাকবেন, বাসায় তার চিকিৎসা চলবে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের ১৮ কোটি মানুষের সবচেয়ে আস্থারস্থল, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক প্রায় দুই মাস পর চিকিৎসা শেষে আপাতত তিনি বাসায় আজকে ফিরেছেন। আল্লাহর কাছে অশেষ দোয়া।