জাপানের নতুন প্রধানমন্ত্রীকে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা/ছবি: সংগৃহীত

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা/ছবি: সংগৃহীত

জাপান সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইয়োশিহিদে সুগাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইয়োশিহিদে সুগা দায়িত্ব গ্রহণ করায় আমি তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, বাংলাদেশ-জাপান বিপুল সম্ভাবনার দেশ। দু’দেশ সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। মিঃ ইয়োশিহিদে সুগা’র আমলে দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশ এবং জাপান অতীতে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও তাদের পথচলা থমকে যায়নি, বরং নির্দ্বিধায় সামনের দিকে এগিয়েছে। আমি জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।