ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন কিনলেন বাহাউদ্দিন সাদী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নেতাকর্মীদের সঙ্গে বাহাউদ্দিন সাদী।

নেতাকর্মীদের সঙ্গে বাহাউদ্দিন সাদী।

ঢাকা-১৮, ঢাকা-৫, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে দলের প্রথম ফরমটি উত্তোলন করেন বাহাউদ্দিন সাদী। তিনি ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে বিএনপির নয়াপল্টন অফিসে আসেন বাহাউদ্দিন সাদী। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে ফরম উত্তোলন করেন এ নেতা।

বিজ্ঞাপন

এ সময় বাহাউদ্দিন সাদী সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ক্রয় করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকা ১৮ আসন উপহার দিতে পারব।’

এদিকে আজ ও আগামীকাল মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে কয়েক ডজন মনোনয়ন ফরম বিক্রি হবে।

আগামী শনিবার এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। ওইদিনই রাতে প্রার্থী চূড়ান্ত করবে দলীয় পার্লামেন্টারি বোর্ড।

উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।