অবহেলায় ইউনাইটেডে আগুন, হাসপাতালটির ঊর্ধ্বতন সকলের বিরুদ্ধে মামলা
রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে অবহেলাজনিত কারণে আগুনের ঘটনা ঘটে। এমন অভিযোগ এনে গুলশান থানায় হাসপাতালটির সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের এক স্বজন।
বুধবার (৩ জুন) রাতে মামলাটি করা হয় বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, মামলাটি করেছেন নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই রোনাল্ড মিকি গোমেজ।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় নিহত হন ভেরুন অ্যান্থনি পল (৭৪), রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), মনির হোসেন (৭৫) এবং মো. মাহাবুব (৫০)।
মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সেসময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
এদিকে থানাটির ওসি কামরুজ্জামান বলেন, আগুনের পেছনে ইউনাইটেড হাসপাতালের অবহেলাকে দোষারপ করে 'অবহেলাজনিত মৃত্যুর' অভিযোগ এনে মামলাটি করেছেন।