সাতকানিয়ায় ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সাতকানিয়ায় ইটভাটায় অভিযান

সাতকানিয়ায় ইটভাটায় অভিযান

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজার এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে এনবিএম-৪ নামে ইটভাটায় কৃষি জমির মাটি মজুত করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন