টাঙ্গাইল-ময়মনসিংহ হয়ে আসাম গিয়ে শেষ হবে আম্পান

  ঘূর্ণিঝড় আম্পান
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পানের অগ্রভাগ বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে সন্ধ্যার দিকেই। তবে ঝড়টির কেন্দ্র অতিক্রম শেষ হবে সকালের দিকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সকালের দিকে ঝড়ের গতিবেগ কমবে। তারপর নিম্নচাপ হয়ে ধীরে ধীরে টাঙ্গাইল-ময়মনসিংহ হয়ে আসামে গিয়ে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই আবহাওয়াবিদ বলেন, তবে রাজধানীসহ উত্তরাঞ্চল সারাদিনই ভারী বৃষ্টিপাত হবে। আমরা সকালের পর থেকেই সংকেত তুলে নিতে পারবো বলে ধারণা করছি। তখন মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজেদের জায়গায় ফিরে যেতে পারবে।

বজলুর রশিদ বলেন, আমরা এখন রাজধানীতেও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার রেকর্ড করেছি। ঘূর্ণিঝড়টি এখনও যশোরে অঞ্চলে অবস্থান করছে। সর্বশেষ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ১৬৭ কিলোমিটার। এখন যত বেশি বৃষ্টিপাত হবে এর ভয়াবহতা ততটা কমতে থাকবে।

তিনি বলেন, মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জলোচ্ছ্বাসে। আমরা পূর্বে থেকেই যেটা ধারণা করেছিলাম। সেরকম টাই মিলে যাচ্ছে।