পটুয়াখালী শহরে হু হু করে ঢুকছে পানি

  ঘূর্ণিঝড় আম্পান
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালী শহরের অনেক এলাকা প্লাবিত হয়েছে

পটুয়াখালী শহরের অনেক এলাকা প্লাবিত হয়েছে

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

শহরের কলেজ রোড, পুরানবাজার, কাঠপট্টি, লঞ্চ ঘাট ও স্বনির্ভর রোড এলাকার বিভিন্ন বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

জোয়ারের পানি বাড়ার সঙ্গে পটুয়াখালী শহরের অধিবাসীদের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

পটুয়াখালী শহরের অনেক এলাকা প্লাবিত হয়েছে

বুধবার (২০ মে) বিকেল চারটা থেকে প্রবল ঘূর্ণিঝড় আম্পান সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে।

অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত আটটার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।