আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের

  ঘূর্ণিঝড় আম্পান
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা

উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষজনকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা।

মঙ্গলবার (১৯ মে) কোস্টগার্ডের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের সদর দপ্তর থেকে জানানো হয়, ইতোমধ্যেই কোস্টগার্ডে সদস্যরা ভোলার বিভিন্ন উপকূলীয় দ্বীপসমূহ এবং সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাচ্ছেন।

দক্ষিণাঞ্চলের বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মানুষজনকেও সাইক্লোন শেল্টারে নেয়ার হচ্ছে।

উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুপার সাইক্লোন ‘আম্পান’ বাংলাদেশের উপকূল থেকে ৬৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার (১৯ মে) শেষরাত হতে বুধবার ( ২০ মে) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

সুপার ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ থেকে ২৪৫ কিলোমিটার পর্যন্ত হচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ১০ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।