এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

  • স্টাফ করসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি)।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার।

সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে শনিবার (১৯ অক্টোবর) চতুর্থ দফায় আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই সংলাপে গণফোরামের ও এলডিপি’র পাশাপাশি জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশগ্রহণ করবে।