কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতার বিনামূল্যে সবজির দোকান

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্রলীগ নেতার উদ্যোগে সবজি বিতরণ

ছাত্রলীগ নেতার উদ্যোগে সবজি বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মহীন শ্রমজীবী মানুষদের বিনামূল্যে সবজি বিতরণ করছেন ছাত্রলীগ নেতা বিপ্লব মন্ডল সবুজ।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে সকাল থেকে একটি সবজির দোকান কর্মহীন মানুষদের জন্য তিনি উন্মুক্ত করে দেন।

বিজ্ঞাপন

এ সময়ে দোকান থেকে প্রায় ২ শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ১ েকেজি টমেটো, ১ কেজি বেগুন, ১ কেজি ঢেঁরশ, ১ কেজি করলা ও ১ কেজি করে কুমড়ো নিয়ে যান।

এর আগে বিপ্লব মন্ডল সবুজ তার এলাকার শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বার্তা২৪.কমকে বিপ্লব মন্ডল সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে শ্রমজীবী মানুষদের কোন কাজ কর্ম নেই। তারা বেকার হয়ে পড়েছেন। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই এসব মানুষদের কথা চিন্তা করে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি।