৬শ’ ছাড়ালো আক্রান্তের সংখ্যা, মৃত ৩৪

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয়শো ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টা আরও ৪ জন মারা গেছেন। নতুন শনাক্ত হওয়া ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ, বাকিরা নারী।

আক্রান্ত ৬২১ জনের মধ্যে ঢাকা শহরে আক্রান্ত ৫০ শতাংশ, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৫ শতাংশ। চট্টগ্রামে ৬ শতাংশ। বাকি অন্যান্য জেলায়।

আইইডিসিআর আরও জানায়, নতুন করে তিন জেলা লক্ষ্মীপুর, লালমনিরহাট ও ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টা মৃত চারজনের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৬০ বছর বয়সী একজন এবং সত্তরোর্ধ্ব একজন।

অনলাইন ব্রিফিংয়ে পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ঢাকায় ৬৬১ জন, ঢাকার বাইরে ৪৯০ জন। একদিনে নমুনা সংগ্রহ বেড়েছে ৩৮৬ জনের।

দেশে বর্তমানে ২০ হাজার ৫২৫ জন কোয়ারেন্টাইনে আছেন বলে জানান সানিয়া তাহমিনা।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম দিনে তিন ব্যক্তি করোনা সংক্রমিত বলে জানায় আইইডিসিআর। গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়।