ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে প্রবেশ, ৯০ যাত্রীসহ গাড়ি আটক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসার সময় ১০টি গাড়িসহ প্রবেশদ্বারে ৯০ জন যাত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ১টি বাস, ১টি অ্যাম্বুলেন্স, ৪টি মাইক্রোবাস, ১টি পিকআপ ভ্যান ও ৩টি প্রাইভেটকার আটক করা হয়।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন ১০ জন গাড়ি চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ঢাকা থেকে আসা ৯০ জনকে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ নেন। জরিমানা না মানলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুন জানান, এই ৯০ জন যাত্রী ঢাকা থেকে অবৈধভাবে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিলো। তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে কেউ ঢাকা থেকে আসলে একই ব্যবস্থা নেওয়া হবে।