হটলাইনে কল করলেই ঘরে যাবে খাবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহ জেলা প্রশাসন

ময়মনসিংহ জেলা প্রশাসন

করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি। সব নাগরিককে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বল্প আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বন্ধ হয়ে গেছে আয়ের পথ।

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা খাদ্য সহায়তা দিলেও অনেকে লোকলজ্জার ভয়ে তা নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাদের জন্য একটি হটলাইন চালু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। যে নম্বরে কল করলেই ঘরে পৌঁছে যাবে খাবার।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের ফেসবুক আইডির টাইমলাইনে প্রকাশ করা হয় এ হটলাইন।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা খাবার পৌঁছে দিচ্ছি আপনার ঘরে। ০১৪০৪৪০৯২০৬ নম্বরে কল করে নাম, বাবা বা স্বামীর নাম, ঠিকানা দিতে বলা হয়েছে। এরপরই তথ্য গোপন রেখে ওই ব্যক্তির ঘরে পৌঁছে যাবে খাবার।

ময়মনসিংহ ডিসির ফেসবুক পোস্ট

এদিকে, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিদের মানবিক সহায়তা কর্মসূচিকে সুশৃঙ্খল ও সমন্বয় করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ফলে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তার জন্য সমন্বিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সরকারি নির্দেশনা রয়েছে। উক্ত নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেজিস্ট্রেশন ফরম গ্রহণপূর্বক পূরণ করে অথবা জেলা প্রশাসকের ওয়েবসাইটে নিবন্ধন ফরম পূরণ করে অনুমতি সাপেক্ষে সহায়তা কার্যক্রম পরিচালনা করা যাবে।
এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।