শিবচরে করোনা নিয়ে জনসচেতনতায় মাঠে র্যাব
মাদারীপুরের শিবচরে করোনাভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে র্যাব।
রোববার (৫ এপ্রিল) রাত ৯টা থেকে শিবচর পৌরসভার বিভিন্ন এলাকাসহ আশেপাশের কয়েকটি এলাকায় করোনা বিষয়ক নির্দেশনা, সতর্কতা ও প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়েছে র্যাব-০৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল।
এসময় মাইকে ভাইরাস থেকে রক্ষার উপায় জানিয়ে লোকজনকে সচেতন করেন। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ফার্মেসি পরিদর্শনে গিয়ে অতিরিক্ত দাম না রাখার অনুরোধ জানান।
জানা যায়, গত ২০ মার্চ থেকে শিবচর এলাকাটি সরকার করোনাভাইরাস সংক্রমণের একটি ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেন। তখন থেকেই শিবচর উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে জনসমাগম নিয়ন্ত্রণ করা হয়।
অধিনায়ক মো. তাজুল ইসলাম জানান, সকলকে সচেতন হতে হবে। এই দুর্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই আমরাও মানুষের এই বিপদে পাশে থাকতে চাই।