প্রবাসীদের জন্য করোনা সর্ম্পকিত হেল্পলাইন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য করোনা সর্ম্পকিত হেল্পলাইন চালু করা হয়েছে। প্রবাসীরা করোনা সর্ম্পকিত সাহায্য পাবেন এই ওয়েবসাইটে

https://www.probashihelpline.com/

বিজ্ঞাপন

দেশের বাইরে থেকে তথ্য সহায়তা পেতে ফোন করুন—

প্রবাস বন্ধু কল সেন্টারে +৮৮০১৭৮৪৩৩৩৩৩৩, +৮৮০১৭৯৪৩৩৩৩৩৩ এবং +৮৮০২-৯৩৩৪৮ নাম্বারে ফোন দেয়া যাবে। এবং প্রত্যাশা হটলাইনে আর্ন্তজাতিক কলের ক্ষেত্রে +৮৮০৯৬১০১০২০৩০ এবং ০৮০০০১০২০৩০ নম্বরটিতে টোল ফ্রি কল করা যাবে।

প্রবাসী হেল্পলাইনের তরুণ উদ্যোক্তা জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) কর্মকর্তা আব্দুল্লাহ আল মুঈদ বার্তা২৪.কমকে বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়ানস্টপ তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রবাসী হেল্পলাইন। প্রবাসী হেল্পলাইন বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের করোনাভাইরাস সংক্রান্ত তথ্যসেবা ও ক্ষেত্রবিশেষে জরুরি সেবা প্রদান করছে।

তিনি বলেন, যেহেতু বিদেশে অনেক বাংলাদেশি অবৈধভাবে রয়েছে, তারা যেন বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নিজেদের স্বাস্থ্যগত অবস্থা বুঝতে পারেন সেই লক্ষ্যে এই সেবা চালু করা হয়েছে।