শামসুর রহমান শরীফের মৃত্যুতে স্পিকারের শোক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এক শোক বার্তায় স্পিকার বলেন, ‘শামসুর রহমান শরীফ ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে জাতি এক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো এবং রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিককে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

বিজ্ঞাপন

মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এছাড়া শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী।

উল্লেখ্য, শামসুর রহমান শরীফ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।