অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (৫ জানুয়ারি) রাতে সাতক্ষীরার কালিয়ানী পয়েন্টের ছয়ঘরিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার বাজোয়ারা গ্রামের মৃত রতন ঘোষের মেয়ে মোছা. তৃপ্তি বিশ্বাস (২০), একই এলাকার হারাদ বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) বাগেরহাট জেলার বনগ্রাম গ্রামের উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কালিয়ানী পয়েন্টের ছয়গরিয়া নামক স্থান দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে পারাপার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির এসআইপি সদস্য নায়েক মো. জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে তাদের আটক করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তাদের স্থায়ী বাসিন্দা বলে জানায়।

পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।