মিজানুর রহমান আজহারীর আগমনে পটুয়াখালীতে ব্যাপক প্রস্তুতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তার গুরুত্বপূর্ণ বক্তব্য অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

রোববার (৫ জানুয়ারি) পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান ও সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনার মাঠ পরিদর্শন করেন। আয়োজকরা জানান, মাহফিলে প্রায় ৫ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। শ্রোতাদের জন্য শহরের ৮টি মাঠ প্রস্তুত করা হচ্ছে, যার মধ্যে ২টি মাঠ শুধু নারীদের জন্য নির্ধারিত থাকবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৩০টি এলইডি প্রজেক্টর স্থাপন করা হচ্ছে। আয়োজকরা জানান, এই বিশাল আয়োজন সফল করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, আমরা কৃতজ্ঞ ড. মিজানুর রহমান আজহারীর প্রতি, কারণ তিনি তার ব্যস্ত সময়ের মধ্যেও পটুয়াখালীর জন্য একটি প্রোগ্রাম রেখেছেন। লক্ষাধিক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছি এবং এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন, আয়োজক কমিটি এবং স্বেচ্ছাসেবক দল এই মাহফিলের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছে।