কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা দেখলে লকডাউন করছি

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

দেশে করোনা পরিস্থিতি কমিউনিটি ট্রান্সমিশনের দিকে যায়নি বলে জানিয়েছেন আইইডিসিআর'র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন পুরোপুরি শুরু হয়নি। তবে সীমিত আকারের কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে। আমাদের যখনই মনে হয়েছে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে তখনই আমরা সেই এরিয়াকে লকডাউন করেছি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ)  করোনাভাইরাসের (কোভিড-১৯) সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সরাসরি অনলাইন প্রেস ব্রিফিং-এ তথ্য জানান তিনি।

আইইডিসিআর পরিচালক বলেন, আমাদের সীমিত আকারের কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে আমরা মনে করি। তবে এটি এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি।

তিনি বলেন, আমাদের যখনই মনে হয়েছে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে তখনই আমরা সেই এরিয়াকে লকডাউন করেছি। সেখানে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়া সেখানে অ্যাক্টিভলি রোগী খুঁজছি। লক্ষণ ও উপসর্গ কারও মধ্যে আছে কিনা সেটার জন্য আমরা অপেক্ষা করছি না। সেখানে গিয়ে প্রতিদিন খোঁজখবর নেওয়ার চেষ্টা করি নতুন কারো মধ্যে লক্ষণ, উপসর্গ বা কোন ধরনের আক্রান্তের চিহ্ন পাওয়া যায় কিনা।

তিনি আরও বলেন, ওইসব এলাকায় যারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের মধ্যে উপসর্গ না থাকলেও তাদেরকে আমরা বিভিন্নভাবে পরীক্ষায় করছি।