বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকার একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ অবস্থায় ওই এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলক ১৪ দিন নিজ নিজ বাসায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ঢাকেশ্বরী আবাসিক এলাকার বুয়েটের পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ড. আ ফ ম সাইফুল আমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। এই সামাজিক বিচ্ছিন্নতার ব্যাপারে আবাসিক এলাকার সবার সমর্থন নিরাপদে রাখতে পারে। এটি একটি জরুরি সামাজিক দায়বদ্ধতা। এ ব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তি

এদিকে, বুয়েট ক্যাম্পাসে অবস্থানরতদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুয়েটের শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন