লেগুনায় যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টার সিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে
একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হন।

তিনি আরও বলেন, আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন