অনলাইন ব্যাংক জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অনলাইন ব্যাংক জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার, ছবি: বার্তা২৪.কম

অনলাইন ব্যাংক জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার, ছবি: বার্তা২৪.কম

অনলাইন ব্যাংক জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতাররা হলেন মামুন তালুকদার, রাজু ফারাজী ও মো.মিঠু মৃধা।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, সিটিটিসি'র একটি টিম গত শুক্রবার (২০ মার্চ) ও শনিবার (২১ মার্চ) কক্সবাজার ও ফরিদপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এ সময়ে তাদের কাছ থেকে ব্যাংকিং প্রতারণার কাজে ব্যবহৃত একটি এক্সিও গাড়ি, ৭ টি বিশেষ অ্যাপ্সযুক্ত মোবাইল ফোন, বহু ভুয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিম কার্ড, একাধিক ব্যাংক, বিকাশ, নগদ ও স্ক্রিল একাউন্ট জব্দ করা হয়।