রাজধানীতে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত, দুই পুলিশ আহত

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল হাওলাদার নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদেরকে মুগদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিহত সোহেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা, হত্যা প্রচেষ্টা, মাদকসহ ১৭ টি মামলা রয়েছে।

রোববার (২২ মার্চ) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকার স্যারের নেতৃত্বে একটি দল শনিবার দিবাগত রাতে অস্ত্র উদ্ধার করতে নাগদারপাড় এলাকায় যাই। তখন সন্ত্রাসীরা উপস্থিতি টের পেয়ে আমাদের ওপরে গুলি চালায়। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি চালাই। এতে সন্ত্রাসী সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকার আলী ও থানার ওসি মশিউর রহমান আহত হয়েছেন। তারা মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন।

নিহত সোহেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে।