স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, ছবি: বার্তা২৪.কম

স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের সকল স্থলবন্দরের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২১ মার্চ) মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময় বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ২২ মার্চ মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত বর্তমানে বাংলাদেশের চালু সকল স্থলবন্দরসমূহের (বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারি, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া) মাধ্যমে বিদেশী নাগরিকদের বাংলাদেশে প্রবেশে নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো।