করোনার ধাক্কা সামাল দিতে এওএবি'র জরুরি সভা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি), ছবি: সংগৃহীত

এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি), ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের এভিয়েশন খাতের ঝুঁকি নিরসনে কর্মপন্থা নিরূপণের লক্ষ্যে জরুরি সাধারণ সভার আয়োজন করেছে এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

সোমবার (১৬ মার্চ) মাছরাঙ্গা টেলিভিশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় এয়ারলাইন্স তথা এভিয়েশন খাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্বনামধন্য এয়ারলাইন্স দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। এই খাতকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ সরাসরি আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে।

সকল সদস্যদের সম্মতিক্রমে নিম্নে বর্ণিত প্রস্তাবনাগুলো সরকারের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানানো হয়।

# সিভিল এভিয়েশন চার্জেস: ফেব্রুয়ারি ২০২০ থেকে এরোনেটিকেল/নন এরোনেটিক্যাল চার্জ/ভাড়া পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত মওকুফ বা রহিত করুন।

# ব্যাংক পাওনার কিস্তি: বর্তমান পরিস্থিতিতে আয়ের খাত শূন্যের কোটায় নেমে আসার ফলে ব্যাংকের পাওনা কিস্তি পরিশোধ করা অসম্ভব। তাই অন্ততঃ দুই প্রান্তিকে ব্যাংক পাওনা সুদহীনভাবে (deffered payment) এর ব্যবস্থা করা।

# এয়ারক্রাফট/ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানিতে আরোপিত অগ্রিম কর সম্পন্ন করার প্রস্তাব রাখছি।

# অভ্যন্তরীণ খাতে জ্বালানি তেলের ওপর আরোপিত অতিরিক্ত কর/শুল্ক/ভ্যাট রহিত করুন।

দীর্ঘমেয়াদী পদক্ষেপ:

# দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে আসন্ন বাজেট প্রস্তাবনায় বিশদ দাবি তুলে ধরার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।