বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের জন্য জরুরি বার্তা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ রোধে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের এসব সিদ্ধান্ত জানাতে বিশেষ বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

শনিবার (২১ মার্চ) মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত রেগুলেশনে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ভারত, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, সিঙ্গাপুর এবং তুরস্ক থেকে সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সকল দেশের জন্য আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে।

বাংলাদেশে প্রবেশ করতে বিদেশিদের করোনাভাইরাসের লক্ষণমুক্ত মেডিক্যাল সার্টিফিকেট প্রয়োজন হবে।

করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে কোনো ভ্রমণকারী বাংলাদেশে এলে তাকে দুই সপ্তাহ সঙ্গরোধে থাকতে হবে।

বাংলাদেশে অবস্থানরত বৈধ ভিসাধারীরা দুইমাসের জন্য ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।

১ মার্চের পর ইউরোপের দেশসমূহ এবং ইরান ভ্রমণ করে থাকলে কোনো ব্যক্তি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আসতে পারবেন না।