বরিশালে হাজিরার পরিবর্তে সময় চেয়ে আবেদনের অনুরোধ
বাংলাদেশে করোনাভাইরাসকরোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আইনজীবীদের মক্কেলের জামিন দরখাস্ত ও নিষেধাজ্ঞা ব্যতীত হাজিরার পরিবর্তে সময় চেয়ে দরখাস্তের আবেদন করতে বলা হয়েছে। একই সাথে দেওয়ানী মামলার পক্ষ-বিপক্ষের উপস্থিত বাধ্যতামূলক নয় বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানা যায়।
জরুরি নোটিশে বলা হয়, করোনাভাইরাসজনিত কারণে কোর্ট প্রাঙ্গণে লোক সমাগম না হওয়ার উদ্দেশে আপাতত চলতি মাসের ৩১ মার্চ পর্যন্ত প্রত্যেক আইনজীবীরা তাদের মক্কেলের জামিন দরখাস্ত ও নিষেধাজ্ঞা ব্যতীত হাজিরার পরিবর্তে সময়ের দরখাস্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং দেওয়ানী মামলার পক্ষ-বিপক্ষের উপস্থিত বাধ্যতামূলক নয়৷
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।