করোনা সম্পর্কে জানতে-জানাতে কল করুন ১০৬৫৫-এ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে এবং জানাতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) ১০৬৫৫ শর্টকোডটি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন - বিটিআরসি।

আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) আইইডিসিআর-কে এই শর্টকোড বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞাপন

দিন-রাত ২৪ ঘণ্টা এই কল সেন্টার খোলা থাকার কথা। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নম্বরটি চালু হয়নি।

শর্টকোড বরাদ্দ সম্পর্কে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে তারা আইইডিসিআর-কে এই শর্টকোড বরাদ্দ দিয়েছেন।

কয়েক দিন আগে শর্টকোডটির জন্য আবেদন করেছিল আইইডিসিআর। বিটিআরসি কোনো ফি ছাড়াই এটি বরাদ্দ দিয়ে দিয়েছে।

শর্টকোডে কল করে করোনা নিয়ে আইইডিসিআর’র সেবা পাওয়া যাবে। করোনা আক্রান্তের লক্ষণ দেখলে পরীক্ষার জন্য জানানোসহ এই বিষয়ে যেকোনো অভিযোগ ও সমস্যার বিষয়ে জানানো যাবে।

একইসঙ্গে বিদেশ ফেরত কেউ সঙ্গরোধ না মানলেও এই নম্বরে কল করে জানানো যাবে।

এই শর্টকোডে কল করতে প্রতি মিনিট ৪৫ পয়সা চার্জ রয়েছে যেটি ১৫ শতাংশ ভ্যাট এবং সরকারের অন্যান্য চার্জসহ ৫৪ পয়সা পড়বে।