জ্বর হলে কেউ যেন ভ্রমণে না বের হয়: স্বাস্থ্যমন্ত্রী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী

জ্বর হলে কেউ যেন ভ্রমণে না বের হয়, বাইরে যেন বের না হয় -এ বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের জরুরি ব্রিফিং এ তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, যাদের জ্বর হয়েছে তারা কোনোভাবে যেন ভ্রমণ না করে। গাড়িতে না ওঠে। এটা আমাদের নিশ্চিত করতে হবে। বিদেশফেরতরা অনেকেই লুকিয়ে বের হচ্ছেন। কোন দেশ থেকে এসেছেন তা লুকাচ্ছেন। তারা হাটে বাজারে ঘুরে বেড়ায়। আপনারা এসব থেকে বিরত থাকুন। এরকম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিদেশ থেকে প্রবাসীদের বলব, আপনারা আর দেশে আসবেন না। দেশের স্বার্থে আপনারা এ কাজটি করুন।

সামাজিক অনুষ্ঠান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান ছোট করা হোক। নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ করতে বলেছি।  কিন্তু দুঃখের বিষয় গতকালকেও সমাবেশ হয়েছে। আমাদের চেষ্টা চলছে। সকলে মিলে আমরা যদি চেষ্টা করি তাহলে এটা নিয়ন্ত্রণ রাখতে পারব।