করোনা ইস্যুতে অভিযান, জরিমানা ৪৫ লাখ টাকা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাকে কেন্দ্র করে স্যানিটাইজার ও মাস্কের দাম বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ৪৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) র‍্যাব সদর দফতরে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক সারোয়ার বিন কাশেম।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু এসব পণ্যই নয়, সোশ্যাল মিডিয়াসহ করোনার ঘটনাকে কেন্দ্র করে যে গুজব রয়েছে তা প্রতিরোধ করতে আইননুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে। কয়েকটি সাইট ব্যবহার করে গুজব তৈরি করেছে এমন ২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরো বলেন, অহেতুক যারা করোনা কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াসহ যেখানেই গুজব সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। করোনার কারণে বাংলাদেশের লকডাউন করার পরিবেশ এখনো হয়নি। বাজার নিয়ন্ত্রণে কাজ করছি। বাইরে থেকে যারা আসছে তাদের বিষয়ও খোঁজ খবর রাখা হচ্ছে।