‘সঙ্গরোধ’ নিশ্চিতকরণে কমিটি গঠন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিদেশ থেকে আগত নাগরিকদের ‘সঙ্গরোধ’ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

১৮ মার্চ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এ লক্ষ্যে গঠিত কমিটিকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়।

সারাবিশ্বে নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশেও বেশ কিছু রোগী সনাক্ত করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী ‘সঙ্গরোধ’ একটি উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ জন্য সরকার বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করতে বদ্ধ পরিকর।